আমি ৮ম শ্রেণীতে পড়ি।আমি ৯:২০-৩:৪০ পর্যম্ত স্কুলে থাকি।এবং আমি রবি,মঙ্গ, বৃহস্পতিবার ৭ টায় প্রাইভেটে যায় আসি ৮:৪০ এ।এবং এ তিনদিন বাসায় আমার টিচার আসে। আর বাকি তিনদিন বিকালে প্রাইভেট পড়ি।সকালে বাসায় থাকি।এখন আমি কোন সময় কোন সাবজেক্ট পড়ব সেটা বুঝতে পারছি না।আপনারা যদি আমাকে সাহায্য করেন খুবই উপকৃত হব। স্কুল থেকে এসে ৫ টায় পড়তে বসব।এবং রাত ১২ টা পর্যন্ত সময়।।