পরাগায়নঃ উদ্ভিদের পুং ফুল থেকে পরাগরেণু স্ত্রীফলের গর্ভমুন্ডে পতিত হয়ে নিষেক ঘটাকে পরাগায়ন বলে।
নিম্নে উদ্ভিদ জীবনে পরাগায়নের গুরুত্ব ব্যাখ্যা করা হলঃ-
১। নিষেক সম্পর্ন করতে পরাগায়ন খুবই গুরুত্বপূর্ন।
২। ফুল থেকে ফল ও বীজ সৃষ্টি হতে পরাগায়ন খুবি গুরুত্বপূর্ন।
৩। বীজ ও ফল সৃষ্টি না হলে উদ্ভিদ বংশ বিলুপ্ত হয়ে যেত এবং প্রাণীজগতও খাদ্যাভাবে পতিত হত।
৪। উদ্ভিদের বিবর্তনের জন্য পরাগায়নের ভুমিকা আছে।
৫। নতুন প্রজাতির উদ্ভিদ সৃষ্টির জন্য পরাগায়ন গুরুত্বপূর্ন।
৬। পরিবেশে থাকা একই গোত্র বা প্রজাতির উদ্ভিদের মধ্যে ভিন্ন ভিন্ন পরাগরেনু স্থানান্তরের ফলে বৈচিত্রপূর্ন উদ্ভিদ সৃষ্টিতে পরাগায়নের গুরুত্ব অপরিসীম। পরাগায়ন না হলে উদ্ভিন বৈচিত্র সৃষ্টি হতনা ফলে ভিন্ন ভিন্ন প্রতিকূল পরিবেশের জন্য অভিযোজিত উদ্ভিদ পাওয়া যেতনা।
৭। উদ্ভিদের বংশধারা বজায় ও মাতৃ উদ্ভিদের গুনাগুন ভবিষ্যৎ প্রজন্মে সঞ্চারনের জন্য পরাগায়নের গুরুত্ব অপরিসীম।
সর্বপরী বলা যায় যে, যেহেতু পরাগায়নের ফলেই ফুল থেকে ফল ও বীজ হয় বলেই প্রাণী জগতের সমস্ত খাদ্যই এভাবে উৎপন্ন হয়। তাই পরাগায়ন না হলে সমস্ত জীব জগত বিলুপ্ত হয়ে যেত।