নিম্নে স্নায়ুকোষ ও দেহ কোষের মধ্যে পার্থক্য দেখানো হলঃ-
স্নায়ুকোষ
|
দেহকোষ
|
১। দেহের উদ্দিপনা বহন,প্রক্রিয়াকরন ও প্রয়োজনে সঙ্গরক্ষনকারী কোষকে স্নায়ুকোষ বলে।
|
১। দেহ গঠন, বৃদ্ধিসাধন, মাংসপেশী সৃষ্টিকারী কোষকে দেহকোষ বলে।
|
২। প্রধানত ত্বক ও মস্তিষ্কে অবস্থান করে তবে অন্যত্র সামান্য পরিমানে থাকে।
|
২। দেহের সমস্ত অঙ্গে অবস্থান করে।
|
৩। মূল কোষ তারকাকার ও চারপাশ থেকে প্রলম্বিত অংশ বের হয় যাকে ডেনড্রন বা ডেনড্রাইট বলে।
|
৩। দেহকোষ সাধারন গোলাকার, বা ডিম্বাকার বা চারকোনাক্র হয়।
|
৪। নিউক্লিয়াস মাঝখানে অবস্থান করে এবং কোষ থেকে একটি প্রলম্বিত লম্বা অংশ বের হয় যা অন্য স্নায়ুর ডেনড্রাইটের সাথে যুক্ত হয়, একে এক্সন বলে।
|
1. কোন এক্সন থাকেনা। তবে মাইক্রোভিলাই নামক আঙ্গুলের মত কিছু অভিক্ষেপ থাকতে পারে।
|
৫। স্নায়ুকোষ সাধারনত বিভাজিত হয়না। তবে বিশেষ প্রক্রিয়া নতুন কোষ সৃষ্টি হতে পারে।
|
৫। দেহকোষ বিভাজিত হয়ে দৈহিক বৃদ্ধিসাধন করে।
|
৬। দেহের উদ্দিপনা ও পরিবেশের বিভিন্ন প্রক্রিয়ার সংকেত মস্তিষ্কে প্রেরন করাই এর প্রধান কাজ।
|
৬। জীবের দেহ গঠন বৃদ্ধিসাধন। বিভিন্ন অঙ্গ গঠন করাই এর প্রধান কাজ।
|