নিন্মে মিল্ক অফ লাইম ও মিল্ক অফ ম্যাগনেশিয়া এর মধ্যে পার্থক্য দেয়া হলঃ-
মিল্ক অফ লাইম
|
মিল্ক অফ ম্যাগনেশিয়া
|
1. মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সাসপেনশন।
|
1. মিল্ক অফ ম্যাগনেশিয়া হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশন।
|
2. রাসায়নিক সঙ্গকেত হচ্ছে Ca(OH)2
|
2. রাসায়নিক সঙ্গকেত হচ্ছে Mg(OH)2
|
3. এটি দেখতে সাদা বা হালকা কেটে যাওয়া দুধের মতই
|
3. এটিও সাদা কিন্তু দুধের মত ততটা নয়। তবে ঘনত্ব বাড়ালে গাড় দুধের মত হয়।
|
4. ক্যালসিয়াম অক্সাইডকে পানিতে দ্রবীভূত করে পরিস্রুত করে নিয়ে সাসপেনশন বা মিল্ক অফ লাইম পাওয়া যায়।
|
4. সরাসরি ম্যাগনেশিয়াম অক্সাইড বা হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত করে মিল্ক অফ ম্যাগনেশিয়া পাওয়া যায়।
|
5.কার্বনডাই অক্সাইডের সাথে অদ্রবনীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে।
|
5.কার্বন ডাই অক্সাইড এর সাথে ম্যাগনেশিয়াম কার্বনেট তৈরি করলেও মিল্ক অফ ম্যাগনেশিয়া তে মিশে যায়।
|
6. এটি খর স্বাদ যুক্ত, অতি সামান্য পরিমানে খাওয়া যায়। পানের চুনে এটি সামান্য বিরাজ করে।
|
6. এটি ওষধ হিসাবে ব্যবহার আছে তাই ডাক্টারের পরামর্শ ব্যতিত গ্রহন করা খুবই ক্ষতিকর।
|