নিম্নে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলঃ-
জাইলেম টিস্যু
|
ফ্লোয়েম টিস্যু
|
১. উদ্ভিদ দেহে প্রধানত মূল থেকে পানি ও খনিজ লবন দেহের বিভিন্ন অঙ্গে পরিবহনকারী সজিব টিস্যুকে জাইলেম টিস্যু বলে।
|
১.উদ্ভিদ দেহে প্রধানত পাতায় প্রস্তুতকৃত খাদ্য দেহের বিভিন্ন অঙ্গে পরিবহনকারী টিস্যুকে ফ্লোয়েম টিস্যু বলে।
|
২. চার প্রকার কোষ নিয়ে জাইলেম টিস্যু গঠিত। যথাঃ ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম স্ক্লেরেনকাইমা।
|
২. ফ্লোয়েম চার প্রকার কোষ নিয়া গঠিত। যথাঃ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা।
|
৩.মূল থেকে দেহ তথা দেহের অন্যন্য অংশে ছড়িয়ে যায়।
|
৩. পাতা থেকে দেহের অন্যন্য অংশে ছড়িয়ে যায়।
|
৪. এটি প্রোক্যাম্বিয়াম থেকে প্রাথমিক জাইলেম সৃষ্টি হয়।
|
৪. মজ্জাতে স্টারশেপ ফ্লোয়েম শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয়।
|
৫. ট্রাকিড লম্বা ও উভয় প্রান্ত সূচালো ও প্রাচীর লিগনিনযুক্ত।
|
৫. সীভনল কোষ গুলো লম্বা ও একটির পর একটি সজ্জিত হয়ে সীভপ্লেট গঠন করে। এর ভেতর যোগাযোগ রক্ষাকারী সীভ ছিদ্র থাকে।
|
৬. পানি ও খনিজ লবন পরিবহন, দেহকে দৃঢ়তা প্রদান করায় এর কাজ।
|
৬. পাতায় প্রস্তুত কৃত খাদ্য দেহের সমস্ত অংশে পরিবহন ও সঞ্চয় করাই এর প্রধান কাজ।
|