আপনি যে লিংকটি দিতে চান, সেই লিংকটি কপি করে নিন।
এর মন্তব্য করতে চাইলে কাঙ্খিত প্রশ্ন বা উত্তরের মন্তব্যতে ক্লিক করুন। তারপর এডিটরের উপর টুল বক্সে link লেখা আছে সেটাতে ক্লিক করুন। একটি পপ আপ বক্স আসবে, সেখানে নির্দেশনা অনুযায়ী বক্সে লিংকটি পেস্ট করুন ব্যাস।
অন্য দিকে ব্যক্তিগত বার্তাতে এই সুবিধা না থাকায় সরাররি টেক্সট এর পাশেই লিংকটি পেস্ট করুন। এন্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কার্সর এর উপর বা পাশেই টাচ করে হোল্ড বা ধরে রাখলে পেস্ট অপশন আসবে। তখন পেস্ট এ ক্লিক করলেই পেস্ট হবে। এবার সেন্ড বা সাবমিট করুন। ব্যস লিংক যুক্ত হয়ে যাবে। তবে এক এক ওয়েব সাইটের নিয়মে সামান্য কিছু পরিবর্তন থাকতে পারে। মূল বিষয় একই কিন্তু দেখা যায় link কথা না থেকে একটি শেকল আউকন থাকতে পারে। অথবা insert link লেখাও থাকতে পারে।