রোধঃ পরিবাহীর যে ধর্মের জন্য কোন পরিবাহকের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলতে বাধাপ্রাপ্ত হয় তাকে রোধ বলে।
রোধ বিভিন্ন নিয়ামকের উপর নির্ভর করে যেমনঃ তাপ, পরিবাহকের দৈর্ঘ, বেধ বা ক্ষেত্রফল, উপাদান ইত্যাদি। তবে এসব কিছু অপরিবর্তিত থাকলে, ধরি কোন পরিবাহকের রোধ R , ভোল্ট V, এবং প্রবাহ I হলে কোন পরিবাহকের রোধ হবে- R=V/I
রোধের একক ওহম'স ।
অর্থাৎ কোন পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট ও প্রবাহ এক এম্পিয়ার হলে ঐ পরিবাহকের রোধকে ১ ওহম'স বলে। একে ওমেগা (Ω) দ্বারা প্রকাশ করা হয়।
ব্যবহারঃ রোধ সাধারণ ইলেক্ট্রিক বর্তনীতে ব্যবহার হয়। এছাড়া সবচেয়ে বেশি ব্যবহার হয় ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতীতে। বিভিন্ন যন্ত্র বা কম্পোনেন্ট এ নির্দিষ্ট পরিমান বিভব ও প্রবাহ দিতে এটি ব্যবহার হয়। এছাড়া ভোল্টেজ বিভাজন করতেও রোধ ব্যবহার হয়।