সাধারণত আপনি ৫০টি এর মত ভাল কন্টেন্ট দিয়া এডসেন্স এপ্লাই করতে পারেন। কিন্তু এপ্রুভ পাওয়ার জন্য সাইটের যথেষ্ট বয়স, প্রতিদিন ১০০০ এর মত ইউনিক ভিজিটর ৫০০০ এর মত পেজ ভিউ হলে ভাল হয়।
এসব বিবেচনায় আগে সাইট প্রতিষ্ঠিত করেই এডসেন্স এপ্লাই করা উচিত। অপ্রতিষ্ঠিত সাইট নিয়া এপ্লাই করে যদি এপ্রুভ পেয়েও যান তবে লাভ হয়না, কারন পরবর্তীতে ভিজিটর বাড়লে গুগল তা স্পাম হিসাবে চিহ্নিত করে। সাইট এডসেন্স বন্ধ করে দেয়। যদিও ম্যানুয়াল রিভিউ করে আবার ছেড়ে দেয় কিন্তু বার বার ম্যানুয়াল ভিউয়ের ঝামেলায় তারা না যেয়ে দুতিন বার হলেই ব্লক করে দেয়। কাজেই আগে সাইট প্রতিষ্ঠিত করা উচিত, টাকার পিছু ছুটলে, টাকাও আগে দৌড়াবে, ধরতে পারবেন না। কিন্তু কাজের পিছু দৌড়ে পরিশ্রম ও কাজ করে প্রতিষ্ঠিত করলে টাকা আপনার পিছুই দৌড়াবে, আগে যাবেনা।
এ কারনে প্রকৃত অর্থে সাইটে প্রতিদিন কম্পক্ষে ২৫ হাজার পেজ ভিউ ও বাউন্স কম হলেই কেবল এডসেন্স এপ্লাই করা উচিত।