LDR হলো বিশেষ এক ধরনের আলোক সংবেদী রেজিস্টর যার উপর আপতিত আলোর হ্রাস বৃদ্ধিতে এর আভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের হ্রাস বৃদ্ধি ঘটে।
এর উপরের পৃষ্টে পতিত আলোর পরিমান যত কমতে থাকে এর রোধ সেই সাথে তত বাড়তে থাকে। আবার আলোর বৃদ্ধিতে রোধ কমতে থাকে।
সম্পূর্ণ অন্ধকারে LDR এর মান *** এর ও বেশি হয়। আবার প্রচুর আলোতে তা ** এর কম হয়ে থাকে।