প্রথম বিক্রিয়াঃ Na + H2O ---> NaOH + H2
বিক্রিয়াটি সমতাবিধান করা হয়নি।
এখানে সোডিয়ামের একটি পরমানু এক অনু পানির সাথে বিক্রিয়া করে এক অনু সোডিয়াম হাইড্রোক্সাইড ও এক হাফ অনু হাইড্রোজেন উৎপন্ন করে।
যেহেতু Na পানি থেকে OH গ্রহন করে একটি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাই এটি প্রতিস্থাপন বিক্রিয়া। এ বিক্রিয়া তীব্রভাবে সংঘটিত হয় এবং প্রচুর তাপের সৃষ্টি করে যে মাঝে মাঝে আগুন ধরে যায়।
দ্বিতীয় বিক্রিয়াঃ NaCl + H2O ----> NaOH +HCl
তাত্ত্বিকভাবে বিক্রিয়াটি সঠিক হলেও বাস্তবে এ বিক্রিয়া ঘটেনা। কেননা যে, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল এর সক্রিয়তা সিরিজে স্থান অনেক নিছে এরা অধিক সক্রিয় নয়। হাইড্রোজেন পজিটিভ আয়নের চেয়ে সোডিয়ামের পজিটিভিটি বেশি এবং ক্লোরিনের নেগেটিভিটি হাইড্রোক্সিল এর তুলনায় অনেক বেশি তাই সোডিয়াম ক্লোরাইড এ পানি যোগ করে দ্রবন করলে অধিক সক্রিয় সোডিয়াম ও ক্লোরিন বিপরীত আয়নদ্বয় একে অপরের পরিবিষ্ট হয়ে থাকে। কখনো সোডিয়াম হাইড্রোক্সিল কে গ্রহন করেনা। তাই প্রদত্ত বিক্রিয়ার উৎপাদ তৈরি হয়না।
অপরদিকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বাড়ালে কিছুটা NaOH ও HCl উৎপাদিত হয়। কিন্তু NaOH একটি তীব্র ক্ষার ও HCl একটি তীব্র এসিড যা নিম্নোক্ত তীব্র বিক্রিয়া করেঃ NaOH + HCl ---> NaCl + H2O যা প্রদত্ত বিক্রিয়ার বিক্রিয়ায়ক পদার্থ। এটি নিরপেক্ষ লবন কাজেই দ্রবনে আলাদা ভাবে NaOH বা HCl এর অস্তিত্ব থাকেনা। তাই বলা যায় এ বিক্রিয়া ঘটেনা। শুধুমাত্র ঘনমাত্রার তারতম্যের জন্য উভয়মুখী ভাবে চলতে পারে।