জ্ঞান একটি আপেক্ষিক বিষয়, এক এক বিজ্ঞানী, মনোবিজ্ঞানী বা মহামানবগণ এক এক রকম ভাবে জ্ঞানকে বিশ্লেষন করেছেন। তবে সামগ্রিকভাবে বলা যায় যে,
ভাল মন্দের বিচার বিশ্লেষন, অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে সমস্যার সমাধান, অতীত-বর্তমান ঘটনা বিশ্লেষন করে ভবিষ্যতের ধারনা, কর্ম প্রণয়ন, কৌশল গ্রহন, আচার ব্যবহার সম্পর্কে ধারনা ইত্যাদি ঘটনার সাম্যক পরিস্থিতি প্রণয়নের ক্ষমতাকে জ্ঞান বলে।