ইমেইল সিস্টেম হিসাবে ইমেইল কোড বলে কিছু নাই।
সাধারনভাবে ইমেইল কোড বলতে সিকিউরিটি ভেরিফিকেশন কোডকেই বোঝায়। যেমন আপনি ইমো আইডি খুলবেন তখন আপনার ফোন নাম্বারে একটি মেসেজে ৬ অক্ষরের কোড আসে। এই একই রুপ বিভিন্ন ওয়েবসাইট তাদের ইউজারের সিকিউরিটি বজায় রাখতে একটি ইমেইল পাঠায় যাতে এই কোড থাকে। এগুলো OTP = one time password নামে পরিচিত। তো ইমেইলে আসলে আমরা ইমেইল কোড বলে থাকি।
এটি সাড়াও বিভিন্ন কোম্পানি ইউজারের এড্রেস, নাম, বা পেমেন্ট মেথড ইত্যাদি নিরুপনের জন্য ইমেইলে কোড পাঠায়।