কাচ হচ্ছে তাপ কুপরিবাহী। হারিকেন যখন জ্বলে তখন খুবই ধীরে ধীরে চিমনীর কাচ উত্তপ্ত হয় । যেহেতু অনেক ধীরে ধীরে উত্তপ্ত হয় তাই তাপ ধীরে ধীরে হারিকেনের কাচের চিমনীর প্রস্থ্যের সকল পুরুত্বে সমভাবে ছড়িয়ে কাচকে উত্তপ্ত ও প্রসারিত করে তোলে। ফলে চিমনীর ভেতরের গায়ে ও বাইরের গায়ে প্রসারন সমান হয়।
কিন্তু এই অবস্থায় যদি চিমনীর গায়ে ঠান্ডা পানি পড়ে তাহলে চিমনী ফেটে যায়। কারন ঠান্ডা পানি যে স্থানে পড়ে ঐ স্থানে চিমনীর কাচ দ্রুত শীতল হয়ে সংকুচিত হয়। কিন্তু কাজ তাপ কুপরিবাহী বলে এই শীতলতা দ্রুত চিমনী কাচের পুরুত্ব ভেদ করে অপরপাশের গায়ের তাপজনিত প্রসারন শীতল করে সংকুচিত করতে পারেনা। ফলে একপাশে হঠাৎ সংকুচিত ও অপরপাশে প্রসারিত অবস্থার বৈষম্য সৃষ্টি হয়। ফলে সংকুচিত স্থান বেকে ভেতরে এবং প্রসারিত স্থান বেকে বাইরে ঠেলা দেয়। এই ঠেলাজনিত বলের প্রভাবে চিমনী ফেটে যায়।