জিমেইল এপের ডাটা ক্লিয়ার করে দিন, তারপর এপসটি আপডেট করুন। এর পর লগিন করুন। উল্লেখ্য যে পুরানা ভার্সনের ফোন হলে কোন ত্রূটি ছাড়াই এ ধরনের সমস্যা হয়ে থাকে। কারন গুগল নতুন নতুন ফিচার ও আপডেট দিয়া থাকে যা অনেক সময় বেশি পূরানা ফোনে সাপোর্ট করেনা। উপরের কাজ গুলো করে দেখুন। সমস্যা হলে স্ক্রিনশট দিন।