তড়িত কোষের ইলেক্ট্রলাইটিক দ্রবনে ইলেক্ট্রোলাইট পদার্থগুলো আয়ন উৎপন্ন করে দুপাশে পজিটিভ ও নেগেটিভ আয়ন উৎপন্ন করে। কিন্তু বাস্তবে আয়ন গুলো মূক্তভাবে দ্রবনে চলাচল করে বলে পজিটিভ আয়ন নেগেটিভ প্লেটে যেতে পারে। তড়িত কোষে এ ধরনের পোলারায়ন ঘটলে কোষের কার্যকারীতা নষ্ট হয়। একে পোলারায়ন ত্রুটি বলে। এই পোলারায়ন দূর করতে প্রভাবক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। দ্রবনে এই সহকারী রাসায়নিক পদার্থ ব্যবহার করে একই পেলেটে দুই পোলারায়ন সৃষ্টিতে বাধা দেয়ার প্রক্রিয়াকে ডিপোলারাইজেশন বলে। এবং প্রভাবক রাসায়নিক পদার্থকে ডিপোলারাইজেশন এজেন্ট বলে।
যেমনঃ ড্রাইসেলে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের ব্যবহার হয় ডিপোলারাইজেশন করার জন্যই। লেড সীসা এসিড ব্যাটারিতে pbO2 এবংং pb3O4 ব্যবহার করা হয়।