ফ্যারাডঃ ফ্যারাড হচ্ছে ধারকত্বের এস আই (S.I) একক।
কোন ধারকের বিভব এক একক বৃদ্ধি করতে যদি এক কুলম্ব আধানের প্রয়োজন হয়, তবে এর ধারকত্বকে এক ফ্যারাড বলে।
ফ্যারাডিকে F দ্বারা সূচিত করা হয়। তবে ফ্যারাড একটি বড় একক তাই ব্যবহারিক ক্ষেত্রে এর ভগ্নাংশ মাইক্রোফ্যারাড ব্যবহার হয়। ১ ফ্যারাড = ১০৬ মাইক্রোফ্যাড। একে μF দ্বারা সূচিত করা হয়।