জিন ও ফেরেস্তাঃ আল্লাহুতায়ালা সকল কিছু কেন সৃষ্টি করলেন তা রহস্য। কিন্তু আল্লাহুতায়ালা জীবন সৃষ্টি করেছেন তাহার ইবাদাতের জন্য এবং কিছু তার ইবাদাতকারীকে সাহায্য করার জন্য।
আল্লাহু তায়ালা ফেরেস্তা সৃষ্টি করেছেন তাহার আদেশ নিষেধগুলো পালন ও বার্তা বাহনের জন্য। তথাপি ফেরেস্তাগন আল্লাহুর ইবাদাতে মশগুল থাকেন।
অন্যদিকে তিনি জিন সৃষ্টি করেছেন এমন এক বৈশিষ্টে যেখানে জিনরা কিছুটা নিজের স্বার্থ প্রয়োগ করতে পারেন।
সয়তানঃ সয়তান আলাদা কোন সৃষ্টি নয়। এরা জিন। যে জিন নিজ স্বার্থ প্রয়োগের জন্য সৃষ্টিকর্তার সাথে প্রতিযোগীতায় লিপ্ত হয়, এবং সেই প্রতিযোগীতায় নিজ জয়ের জন্য নানা অন্যায়, খারাপ কাজ করে থাকে, আল্লাহুকে মান্য করেনা, আল্লাহুর অন্য সৃষ্টিকে ক্ষতি করতে কাজ করে সেই হচ্ছে সয়তান।
মূলত আদমকে সম্মান না করে অহংকার করার জন্য আযাজিন নামের সয়তান অভিশপ্ত হোন, এবং পরে আল্লাহুর সাথে প্রতিযোগীতায় লিপ্ত হয়ে তিনি বেগেশত থেকে বিতাড়িত হোন। এই আযাজিন মানুষকে আল্লাহুতায়ালার রাস্তা থেকে বিচ্যুত করতে সদা সর্বদা লিপ্ত। তাহার সকল কাজ সয়তানী কাজ হিসাবে আমরা তাকে সয়তান বলে থাকি।