বাসা থেকে বের হয়ে কোথাও গেলে যেমন আবার বাসায় ফিরে আসেন তেমনি। জন্ম মানে আমরা আল্লাহ প্রদত্ত চিরস্থায়ী স্থান ছেড়ে অস্থায়ী একটি স্থানে এসেছি। মৃত্যুর মাধ্যমে আবার ফিরে যেতে হবে সেই তাহার কাছে। তবে ভালমন্দ কর্মের ভিক্তিতে সেখানকারও ভিন্ন ভিন্ন স্থানে থাকতে হতে পারে। আর এই প্রস্থান থেকে কাররই মুক্তি নাই বলেই বলা হয় জন্মালে মরিতে হয়।