ফোন রুট কি? এর সুবিধা কি জানতে এখানে ক্লিক করুন।
ফোন রুটের অসুবিধাঃ
১। রুট ফোনের সিস্টেম ফাইল ব্রাউজ করার সুবিধা থাকে বলে ভুল করে সিস্টেম পরিচালনা কারী ফাইল মুছে ফোন নষ্ট হবার সম্ভাবনা থাকে।
২। ভূল ফরম্যাটের লোগো সহ অপ্রয়োজনীয় ফাইল সিস্টেম ফোল্ডারে যেয়ে ফোন স্লো বা হ্যাং করে দিতে পারে।
৩। ফোনের সিকিউরিটি নষ্ট হয়।
৪। সুপার ইউজার পার্মিশন এপস ইন্সটল থাকে বকে ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে সহজে।
৫। সুপার ইউজার পার্মিশন হ্যাকের মাধ্যমে হ্যাকার ফোনের কন্ট্রোল নিতে পারে।
৬। ভুল সেটিং বা অজান্তে বা অসতর্ক স্পর্শে ভুল পার্মিশন পড়ে ফোন লেগ করা সহ কাজ করা বন্ধ হয়ে যেতে পারে।
৭। বহুক্ষেত্রে ফোন মিসবিহেভ করে। ক্ষতিকারক সফটওয়ার দ্বারা পার্মিশন গ্রান্টেড হয়ে ফোন কন্ট্রোলড হতে পারে।
৮। সুপার ইউজার এপস অফিশিয়াল নয় বলে এর বাগের কারনে ফোনও ঠিকমত কাজ নাও করতে পারে এমনকি নিজে নিজে অন অফ হতে পারে।