রুটঃ সাধারণ রুট বলতে মূল বোঝায় কিন্তু এন্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে রুট বলতে কার্নেল এর সুপার ইউজার পার্মিশনকে বোঝায়। সাধারনত এন্ড্রয়েড মোবাইল গুলো সিকিউরিটি এর জন্য সুপার ইউজার পার্মিশন থাকেনা। কিন্তু অনেকেই ম্যানুয়ালি রুট পার্মিশম করে নেন।
রুট করার সুবিধাঃ
১। কার্নেল এর সুপার ইউজার পার্মিশন পাওয়া।
২। এর ফলে সিস্টেম ফাইলে প্রবেশ করতে পারা যায়।
৩। কিছু সিস্টেম ফাইল পরিবর্তন এর মাধ্যমে ফাংশন কন্ট্রোল করা যায়।
৪। বুট লোগো বা এনিমেশন পরিবর্তন করা যায়।
৫। সিস্টেম ডিফল্ট এপস আন ইন্সটল করতে পারা যায়।
৬। আন ওয়ান্টেড সিস্টেম ডিফল্ট এপস রিমুভ করে ইন্টারনাল স্টোরেজ কিছুটা বৃদ্ধি করা যায়।
৭। র্যামের রানিং এপ্স রিমুভ করে র্যাম অপটিমাইজ করা যায়।
৮। বর্তমানে কিছু এপ্স বেরিয়েছে যা সুপার ইউজার পার্মিশন ছাড়া চলেনা, সেগুলো অনায়াসে চালানো যায়।
৯। ব্যাটারি ড্রেন্ড কিছু এপ্স রিমুভ করে ব্যাটারি ব্যাক আপ বাড়ানো যায়।