প্রযুক্তি ব্যবহারের ভাল দিকঃ-
১। একই কাজ বার বার করার জন্য সুবিধা হয়, যেখানে ব্যক্তি করলে একঘেয়েমী ও ভুলের সম্ভাবনা থাকে।
২। প্রযুক্তি দ্রুত কাজ করে সময় বাচায়।
৩। প্রযুক্তি নির্দেশ মোতাবেক নির্ভুল করে থাকে, প্রযুক্তির কাজে ভূল ব্যক্তির নির্দেশের ভূলে থাকে প্রযুক্তি যন্ত্রের নয়।
৪। প্রযুক্তি জটিল কাজ সহজ করে দেয়।
৫। মানুষের দ্বারা প্রায় অসম্ভব কাজ প্রযুক্তি অনায়াসে করে দেয়।
৬। প্রযুক্তিতে মানুষের পরিশ্রম কম ব্যায় হয়।
৭। প্রযুক্তির ব্যবহার মানুষের কাজলে উন্নত করে।
৮। যেখানে মানুষের পৌছানো সম্ভব নয়, সেখানে প্রযুক্তি পৌছে কাজ করে দিতে পারে।
৯। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে।
১০। প্রযুক্তি নিখুত ভাবে কাজ করতে পারে।