১। ফেসবুকের পাসওয়ার্ড মুজবুত করে দিন।
২। ফেসবুকের পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে অনেক বড় কোনো পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড দেয়ার ক্ষেত্রে নাম্বারসহ ছোট-বড় হাতের লেখাযুক্ত (স্মল-ক্যাপিটাল লেটার) পাসওয়ার্ড দিন এবং সহজে অনুমান করা যাবে এমন কোনো পাসওয়ার্ড দেবেন না।
৩। ই-মেইল অ্যাড্রেস এ ফেসবুক এর যে পাসওয়ার্ড ওটা ব্যাবহার করবেন না।
৪। ই-মেইল অ্যাড্রেস আইডি ফোন নাম্বার দিয়ে ভিরিফাই করে নিন।
৫। সিকিউরিটি প্রশ্ন ও উত্তর দিন। এবং তা মনে রাখুন।
৬।ট্রাস্টেড কন্টাক্ট অ্যাড করুন।
৭।লগিন approval অন করুন।