অনলাইন শপের জন্য প্রথমেই সরকারি অনুমতি নিতে হবে। অনলাইন শপে সরকারি রুলস গুলো স্পষ্ট জানিয়ে পেজ রাখতে হবে।
নিজস্ব পেমেন্ট সিস্টেম রাখতে হবে।
অনলাইন শপে যেন জটিল ও লুকায়িত ফাংশন না থাকে সেদিকে খেয়াল রাখা।
কাস্টমারদের পন্য দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য নিজস্ব স্টক ও ডেলিভারি সিস্টেম রাখা।
অনলাইন শপে অবশ্যই কল সেন্টার রাখা, গ্রাহক তথ্য সেবা রাখা।