বিজ্ঞান মৃত্যুকে ঠেকাতে পারেনি কিন্তু রোগশোক ইত্যাদি কারনে কষ্ট ও অকাল মৃত্যু কিছুটা রোধ করতে পেরেছে।
আল্লাহ মানুষদের সতর্ক থাকতে বলেছেন, রোগে শোকে, বিপদে অপরকে সাহায্য করতে বলেছেন। এ থেকে বলা যায় যে সেবা দ্বারা অকাল মৃত্যু রোধ করা সম্ভব। তবে সৃষ্টি কর্তার পরম রহস্য ছোট থেকে বড় এর পর বৃদ্ধ। দেহের কোষ একসময় কাজ করা বন্ধ করে দেয় তাই মৃত্যু ঠেকানো সম্ভব নয়।