বিদ্যত চলাচলের গতিপথকে সাধারন সার্কিট বলে।
সার্কিট প্রাথমিক ভাবে দুই প্রকার যথা ১। সরল সার্কিট ও ২। জটিল সার্কিট।
১। সরল সার্কিট আবার দুই প্রকার যথা ক) সিরিজ সার্কিট ও খ) প্যারালাল সার্কিট।
২। জটিল সার্কিট আবার দুই প্রকার যথা মিশ্র বা মাল্টি সার্কিট ও ব্রিজ সার্কিট।
তবে ওয়ারিং ও ডিভাইস সংযোগের জন্য সরল দু প্রকার ব্যবহার হয় এবং জটিল সার্কিট ব্যবহার হয় ইলেক্ট্রনিক্স ইন্টার্নাল পার্টস কৌশলে।