সাগর হলো মহাসাগরের ক্ষুদ্রাংশ, কিছুটা স্থলপরিবেষ্টিত। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সাগর হলো ভূমধ্যসাগর। এটি পৃথিবীর বৃহত্তম সাগর হলেও তা প্রশান্ত মহাসাগরের আয়তনের প্রায় ষাট ভাগের এক ভাগ মাত্র। এ সাগরের আয়তন ২৯৬৫৮০০ বর্গকিলোমিটার, গড় গভীরতা ১৪২৯ মিটার। দ্বিতীয় বৃহত্তম সাগর হলো ক্যারিবিয়ান সাগর। এর আয়তন ২৭৮২০০ বর্গকিলোমিটার। তবে এ সাগরের গড় গভীরতা ভূমধ্যসাগরের দ্বিগুণেরও বেশি।
এ সাগরের গড় গভীরতা ২৬৪৭ মিটার। ক্যারিবিয়ান সাগরের গভীরতম স্থান হলো অফ কেম্যান দ্বীপ, যার গভীরতা ৬৯৪৬ মিটার। অগভীর সাগর হলো বাল্টিক সাগর, এর গড় গভীরতা মাত্র ৫৫ মিটার।