in বিজ্ঞান ও প্রযুক্তি by
বাদুড় সম্পর্কে প্রচলিত ধারনাগুলোর বাস্তবতা জানতে চাই?  

1 Answer

+1 vote
by
 
Best answer
বাদুড় চোখে দেখতে পায়না এটি একটি প্রচলিত ধারনা। কিন্তু এটি মোটেও সঠিক নয়। বাদুর চোখে দেখতে পায়। বাদুর দুটি ভাগে বিভক্ত। বড় বাদুর ও ছোট বাদুর।  বড় বাদুর খুব ভাল ভাবেই চোখে দেখতে পায় তবে উজ্জ্বল আলোতে মানুষের চেয়ে কিছুটা কম দেখতে পায়। আর অল্প আলোতে খুবই ভাল দেখতে পায়। ছোট বাদুর গুলো  কিছুটা কম দেখতে পায় এবং কালার দেখতে পায়না বললেই চলে।  তবে একদমই দেখতে পায়না এমন কোন বাদুর নাই। কিছু বাদুর আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়।

মানুষে বলে বাদুর দেখতে পায়না বলেই কারেন্টের তারে আটকে যায় আর বাদুর স্তন্যপায়ী বলে শর্ট করে মরে যায়।

এ কথাও টোটালি ভূল।  আগেই বলা হয়েছে বাদুর দেখতে পায়। আর হ্যা বাদুর তারে জড়ায় না। অন্যন্য পাখির মত বাদুরও তারে বসার জায়গা ভেবে বসে। কিন্তু শর্ট লেগে মরার কারন হচ্ছে,  অন্য পাখি সোজা বসে বলে পা একটি তারের উপর থাকে। দেহ অন্য তারে লাগেনা কিন্তু বাদুর ঝুলে পড়ে ফলে মাথা বা ঝুলন্ত ডানা নিচের আর্থ তারে লেগে বাদুরের দেহের ভেতর  দিয়া বৈদ্যুতিক বর্তনী পূর্ণ হবার সুযোগ পায় ফলে দেহে বিদ্যুত চলে শর্ট লেগে মারা যায়।  

বাদুর প্রাণির কিছু অংশ ফল খাদক কিছু কীটপতঙ্গ খাদক। তবে ভ্যাম্পায়ার নামক এক প্রজাতি রক্ত খাদক আছে।      
5 জন সক্রিয় সদস্য
0 জন নিবন্ধিত সদস্য 5 জন অতিথি
আজকে পরিদর্শন : 5319
...