যা কিছু কোনও স্থান বা আয়তন দখল করে এবং জড়তা (বা ভর) ও মহাকর্ষ ধর্ম প্রদর্শন করে, তাকে পদার্থ বলে।
বিজ্ঞান অনুসারে অপদার্থ শব্দটির কোন অর্থ নেই।
তবে বাঙালিরা বোকা, অকর্মণ্য মানুষদের 'অপদার্থ' বলে তুচ্ছ করে।