ইন্টার(Enter) অর্থ হলো- ভিতরে। আর, নেট(Net) অর্থ হলো- জাল। এ হিসেবে এর অর্থ দাঁড়ায়- ভিতরের-জাল। অর্থাৎ, যেহেতু একটি নেটওয়ার্ক সারা বিশ্বের ভিতরে জালের মত একে অপরের সাথে সংযুক্ত, তাই একে ইন্টারনেট বা ভিতরের জাল নামে অভিহিত করা হয়।
কাজেই আমরা বলতে পারি ইন্টারনেট এর বাংলা হচ্ছে কর্ম সংযোগকারী জাল। এই জালের মাধ্যমে কম্পিউটার ডিভাইস সমুহ একটির সাথে আরেকটি যুক্ত হতে পারে। পৃথিবীর ভিতরে যেহেতু এটি জালের মত ছড়িয়ে-ছিটিয়ে পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত রয়েছে, তাই এর নাম ইন্টারনেট।