মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা সাধারণত মুক্তভাবে থাকতে পারে না, তবে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে পরমাণু বলে। পরমাণুর স্বাধীন সত্তা নেই। এটি পদার্থের মূল গঠন উপাদান। সাধারণত একটি মৌলিক পদার্থ একই ধরনের অসংখ্য পরমাণু দিয়ে গঠিত এবং যৌগিক পদার্থ বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে গঠিত।