১) আমি স্কুলে গিয়ে.....
বাক্যটিতে আকাঙ্ক্ষা গুণটি অনুপস্থিত কেননা এতে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি।
সঠিক বাক্যঃ আমি স্কুলে গিয়ে পড়াশোনা করি।
২)সহজে ভাঙে জিনিস কাচের না।
বাক্যটিতে আসত্তি ও যোগ্যতা গুণ ২টি অনুপস্থিত কেননা এর পদগুলো অবিন্যস্ত এবং এর অর্থ বাস্তবিক না।
সঠিক বাক্যঃ কাঁচের জিনিস সহজে ভাঙে।
৩)নারকেল মানুষ খায়।
বাক্যটিতে আসত্তি গুণটি অনুপস্থিত কেননা এর পদগুলো অবিন্যস্ত।
সঠিক বাক্যঃ মানুষ নারকেল খায়।
৪)যখন তুমি এলে, সব শেষ হয়ে গেছে।
বাক্যটির প্রথম অংশ হলো বিশেষ্যস্থানীয় অধীন খণ্ডবাক্য এবং দ্বিতীয় অংশটি হলো স্বাধীন খণ্ডবাক্য।