কাফেরঃ
কাফের আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানে না।
মহান আল্লাহুর আদেশ নিষেধকে অমান্য করে বা লুকায় বা অস্বীকার করে।
আলাহুর দেওয়া সকল নিয়ামত, ভাগ্য সবকিছুই সে অস্বীকার করে। এধরনের সমস্ত কুফরী কাজে লিপ্ত থাকে।
কাফির সকল পাপ কাজই করে শুধু অন্য কিছুকে আল্লাহুর সমকক্ষ হিসাবে তুলনা করেনা।
মুশরিকঃ
মুশরিক আল্লাহ তাআলার সাথে শিরক করে।
অর্থাৎ আল্লাহকে না মেনে বরং অন্য কাউকে মানে এবং তাকে আল্লাহুতায়ালার সাথে তুলনা করে। আল্লাহুর চেয়ে তাকেই বড় মনে করে তারই ইবাদাত করে।
মুশরিক অন্য কাউকে আল্লাহুর সমকক্ষ তুলনা করে বিধায় সে তার কথা শোনে যা সকল ধরনের পাপ কাজও হতে পারে। সে যদি কোন ভাল কাজও করে থাকে তবে তা আল্লাহুর জন্য না হওয়ায় তিনি পাপী ও মুশরিক।