ওয়েবসাইটঃ কোন সেবা বা সার্ভিস বা তথ্য প্রদর্শনের জন্য কতকগুলো সফটওয়ার এর সমন্বয়ে একটি সার্ভারে রক্ষিত ও ইন্টারনেটের মাধ্যমে এক্সেসযোগ্য কিছু HTML ডকুমেন্ট সমষ্টিকে ওয়েবসাইট বলে।
যেমন ছাত্রছাত্রীদের পড়াশুনা সংক্রান্ত সার্ভিস দিতে অন্বেষা ওয়েবসাইটি সকল তথ্য ও কিছু সফটওয়ার এর সমন্বয়ে ওয়েবসার্ভারে রাখা স্ক্রিপ্ট ও html ডকুমেন্ট। যা আপনারা ইন্টারনেটের মাধ্যমে এক্সেস করতে পারছেন।