উত্তরঃ নিম্নে আলোর সাধারন প্রতিফলন ও পূর্ণ অভ্যান্তরিন প্রতিফলের পার্থক্য দেওয়া হলঃ-
সাধারণ প্রতিফলনঃ-
১। আলোক উৎস থেকে আলো কোন বস্তুতে সরাসরি আপতিত হলে আলো প্রতিফলিত হয়।
২। প্রতিফলক পৃষ্ঠের মসৃণতা ও চকচকের উপর প্রতিফলনের পরিমান নির্ভর করে।
৩। সাধারণ প্রতিফলনে আলোক সরল রেখায় গমন করে, কোন প্রকার প্রতিসরন ঘটেনা।
৪। আপাতন কোন ও প্রতিফলন কোন পরস্পর সমান বা কোন i = কোন r
পূর্ণ অভ্যান্তরিন প্রতিফলনঃ-
১। আলোক উৎস থেকে কোন মাধ্যমে প্রবেশের পর ঐ মাধ্যমের ভেতরেই প্রতিফলিত হয়ে চলতে থাকে।
২। মাধ্যমের প্রকৃতি ও প্রতিসরনের উপর পূর্ণ অভ্যান্তরিন প্রতিফলন নির্ভর করে।
৩। পূর্ণ অভ্যান্তরিণ প্রতিফলনের ক্ষেত্রে প্রতিসরন ঘটে বলে আলোক রশ্মি প্রতিসরিত হয়ে বেকে যায়। তবে একই মাধ্যমের সুষম বজায় থাকলে বেকে যাওয়ার পর পূনরায় সেই মাধ্যমে সরলপথে চলে।
৪। আপাতন কোনের মান প্রতিফলন বা প্রতিসরন কোনের মান এক হতে পারে, নাও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এক নয়। শুধুমাত্র কাচনলের ক্ষেত্রে এক হতে পারে। দুটি ভিন্ন মাধ্যমে এক হবেনা।