কোন বাক্যে যে দুইটি কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন:
১.বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।
২.রাজায় রাজায় লড়াই উলুখাগড়ার প্রাণান্ত।
এখানে বাঘে মহিষে এক কার্য সম্পাদন করছে এ জন্য বাঘ আর মহিষ হল ব্যতিহার কর্তা এবং দ্বিতীয় লা ইনের রাজা রাজা একই কাজ সম্পাদন করছে তাই রাজা রাজা হল ব্যতিহার কর্তা।