অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে বলা হয় প্লেজিয়ারিজম (Plagiarism)। এছাড়াও, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা, কোন সম্পাদনাকর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াকেও প্লেজিয়ারিজম (Plagiarism) বলা হয়।