এলোভেরার জেল এবং লেবুর রস পেস্ট করে রোজ ব্যবহার করুন। ব্রণের জায়গায় মধু ম্যাসাজ করতে পারেন। কোনোরকম ক্রিম ব্যবহার করবেন না। ওইগুলির সাইড ইফেক্ট অনেক। আপনি ব্রণের লালচে জায়গায় টুথপেস্ট লাগিয়ে রাখুন সারারাত। সকালে ধুয়ে ফেলুন।এছাড়া নিম পাতা, পানি,টক দই একত্রে পেস্ট করে মুখে লাগাবেন। ব্রণে নখ লাগাবেন না। আপনি মুলতানি মাটিও ব্যবহার করতে পারেন। ভাল মানের ফেসওয়াশ ব্যবহার করবেন এবং স্কিন ক্লিন রাখবেন। হোমিওপ্যাথি সাফি সিরাপ সেবন করতে পারেন।যে জায়গা গুলিতে ব্রণ সেগুলিতে বরফ থেরাপি করুন।