করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে,-
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ মত
উঠে শুভ্র চিন্তা কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে আঁখি
সযতনে শুষ্ক রাখি;-
নিরমল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।
একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা,-
চলে যাই উপেক্ষার ছলে,
পাছে লোকে কিছু বলে
এখন উদ্দীপকটি পড়ে সৃজনশীল প্রশ্নের উত্তর দিন
উদ্দীপক=গ্রীষ্মের ছুটি হলে শফিক বাড়িতে আসে।কয়েকজন যুবক ও সহপাঠী বন্ধুকে নিয়ে পরিকল্পনা করে গ্রামে নৈশবিদ্যালয় খোলার।সবাই তার এ প্রস্তাবকে স্বাগত জানায়।এজন্য সে প্রয়োজনীয় বইপত্, ঘর,শিক্ষক সবই নির্বাচন করে।এমন সময় গ্রামের একলোক বলে ইতঃপূর্ব কামাল মাস্টারের মতো মানুষ এ কাজে ফেল করেছে সেখানে কচি শিশুরা খুলবে নৈশবিদ্যালয় তাহলে সিদ্ধ ধানে গজ আসবে।একথা শুনে তারা দমে যায়।
গ) .শফিকের উদ্যোগ ব্যাহত হওয়ার কারণ 'পাছে লোকে কিছু বলে' কবিতার আলোকে ব্যাখ্যা কর?
ঘ) শফিকের মাঝে কী ধরনের পরিবর্তন এলে সে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্ষম হতোতা 'পাছে লোকে কিছু বলে'কবিতার আলোকে যুক্তিসহ লিখ?