*সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পড়তে বসবেন। অগোছালো ভাবে পড়তে বসলে পড়ায় মন বসবে না।
*পড়াকে এত কঠিনভাবে না নিয়ে বা সরাসরি মুখস্থ না করে, বুঝে পড়ার চেষ্টা করুন।
*আপনি তার ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করে নিন,তারপর সেই লক্ষ্য সফল করতে নিজেকে ব্যস্ত রাখুন।
*পর্যাপ্ত ঘুমান এবং জল পান করুন।
*অস্থিরতা দূর করুন এবং পড়ার সময় মোবাইল,ল্যাপটপ কাছে রাখবেন না।
*একটা রুটিন তৈরি করে নিতে পারেন। যে সময়ে পড়া হয় না সে সময়ে অযথা পড়তে বসে এ্যানার্জি নষ্ট না করে ঘুমিয়ে ব্রেনটাকে বিশ্রাম দিন।
*মিষ্টি জাতিয় খাবার বেশি খান।এটি ব্রেনের কাজ করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
*মেডিটেশন মন ও শরীর দুইই প্রাণবন্ত করে তোলে। তাই এটি করুন।