১.প্রথমেই আপনাকে গ্রামার ও ভোকাবুলারি জানতে হবে। ২.আপনি যেকোনো সাধারন বাক্য ইংরেজিতে লেখার চেষ্টা করবেন।
৩. আপনাকে ইংরেজি শব্দের সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা থাকতে হবে।
৪.প্রতিদিন ইংরেজি লেখার চেষ্টা করুন কিছু সময় নিয়ে।৫.Meaning of Words, Interchange of Parts of Speech, Joining Sentence, Make Sentence, Punctuation, Passage Narration, Transformation of Sentence ইত্যাদি বিষয়গুলির উপর নজর দিন।
৬.সর্বোপরি ইংলিশ বাক্য তৈরির সক্ষমতা, সঠিক ও নির্ভুল শব্দ ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা প্রতিষ্ঠার জন্য অনুশীলন এর বিকল্প নেই।