একজন সুনাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য হচ্ছেঃ-
১। নিয়মিত কর প্রদান করা।
২। সরকারী নীতিমালা মেনে চলা ও চলতে অন্যকে উদবুদ্ধ করা।
৩। আইন মেনে চলা ও আইনের প্রচার করে সকলে তা মানার আহব্বান ও সুফল বর্ণনা করা।
৪। সমাজে মিলে মিশে থাকা। শান্তি বজায় রাখা।
৫। সৎ ও যোগ্য প্রতিনিধি বাছাই করা।
৬। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা।
৭। সামাজিক উন্নয়নে রাষ্ট্রের বিধিমালা বাস্তবায়নে সাহায্য করা।
৮। সুনাগরিকের গুনাবলি বুদ্ধি, বিবেক ও আত্মসংযোম ধারন ও বাহন প্রয়োগ করা।
৯। রাষ্ট্রের সেবামূলক কাজে অংশ গ্রহন করা।
১০। সন্তানের সুশিক্ষার ব্যবস্থা করা ও সমাজে শিক্ষার আলো ছড়ানোর দায়িত্ব পালন, গরিব শিশূদের যথাসম্ভব শীক্ষার ব্যবস্থা করা।
১২। দেশের নানা দুর্যোগে সরকারকে সাহায্য সহযোগীতা করা।
১৩। আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব পালন করা ইত্যাদি।