ম্যাগনেসিয়াম এর ইলেক্ট্রন বিন্যাসঃ ম্যাগনেসিয়াম (Mg) এর কক্ষপথে মোট ইলেক্ট্রন সংখ্যা ১২ । মোট ৩টি শক্তিস্তর ও কয়েকটি উপস্তরে এই ইলেক্ট্রন গুলো থাকে। চিত্রের নিচে ৩টি শক্তি স্তর দেখানো হয়েছে।
প্রথম শক্তিস্তরে দুটো, দ্বিতীয় শক্তিস্তরে ৮টি ও সর্বশেষ বা বাইরের শক্তিস্তরে ২ টা ইলেক্ট্রন থাকে। কিন্তু উপস্তর ভেদে ইলেক্ট্রন বিন্যাস হুন্ডের নিয়মানুসারে হবে
1s2 2s2 2p6 3s2
অর্থাৎ তৃতীয় শক্তিস্তরের মাত্র একটি উপস্তর রয়েছে। এবং তার ইলেক্ট্রন সংখ্যা ২।
ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসঃ
ক্লোরিনের (Cl) ইলেকট্রন সংখ্যা হচ্ছে ১৭। ক্লোরিনেরও মোট তিনটি কক্ষপথ বা শক্তিস্তর রয়েছে তা হচ্ছে ২, ৮, ৭ চিত্রে দেখানো হয়েছে।
ইলেক্ট্রন গুলো হুন্ডের নিয়মানুসারে নিম্নোক্ত বিন্যাসে থাকে।
1s2 2s2 2p6 3s2 3p5
অর্থাৎ তৃতীয় শক্তিস্তরের দুটো উপস্তরে মোট ৭ টি ইলেক্ট্রন থাকে।