জিডিপিঃ
১। জিডিপি হচ্ছে মোট স্থুল অভ্যান্তরিন উৎপাদন।
২। জিডিপির সকল ফ্যাক্টর দেশের অভ্যান্তরিন হয়ে থাকে। তবে কাচামাল বাইরের দেশের হলে তার মূল্য পরিশোধ ব্যয় বিবেচনা করতে হবে।
৩। শিল্প উৎপাদনের কারখানা, শ্রমিক, প্রাকৃতিক রিসোর্স অভ্যান্তরিন হবে।
৪। প্রযুক্তি এবং শিল্পকারখানার মালিক বাইরের হলে উৎপয়াদন প্রোফিট জিডিপিতে অন্তর্ভুক্তি হবেনা।
৫। যেমনঃ আমাদের দেশের সাবান সার শিল্প। ওয়াল্টন এর ব্যবসা, গার্মেন্টস শিল্প ইত্যাদি
জিএনপিঃ
১। জিএনপি হচ্ছে একটি দেশের সর্বশেষ মোট উৎপাদনের আয়।
২। জিএনপির সকল ফ্যাক্টর দেশের অভ্যান্তরিন নাও হতে পারে। যেমন কম মূল্যে বাইরে থেকে শ্রমিক নিয়োগ করা যায়।
৩। শিল্প উৎপাদনের কারখানা, শ্রমিক, প্রাকৃতিক রিসোর্স অভ্যান্তরিন নাও হতে পারে।
৪। প্রযুক্তি ও কারখানা মালিক দেশের নাগরিক কিন্তু কারখানা বাইরের দেশে অবস্থিত হতে পারে, সেক্ষেত্রে ইনকাম প্রোফিট যা দেশে আসবে তা জিএনপির অন্তর্ভুক্তি হবে।
৫। যেমনঃ বাংলাদেশের নাগরিক আমেরিকায় শিল্পের মালিক, কিন্তু মালিক আমেরিকান ব্যবসার লাভ্যাংশ দেশে পাঠালে তা জিএনপির অংশ হবে।