1,টেলিভিশন মানুষের জীবনে যে পরিবর্তন আনতে পারেঃ টেলিভিশন একটি যন্ত্র যা দিয়া আমরা দুরের কোন ঘটনা বা অনুষ্ঠান দেখতে ও শূনতে পারি। তাই আমাদের জীবনে টেলিভিশনের গুরুত্ব অনেক।
2,যেহেতু টেলিভিশনের মাধ্যমে আমরা লাইভ খবর জানতে ও দেখতে পারি তাই এটি আমাদেরকে আরও আধুনিক ও সচেতন করে গড়ে তুলতে পারে। আগে এক সময় যখন টেলিভিশন ছিল না তখন বহু মানুষ তাদের অধিকারের ব্যাপারে সচেতন ছিলেন না। কেননা সবাই নিজেদের মতই ভাবতাম। কিন্তু টেলিভিশনের বদৌলতে বিভিন্ন দাবির জন্য সোচ্চার জনতা বা কোন একজনের খবর দেখে আমরাও তাতে সম্মতি দিয়া সামর্থন জানাই। আমরাও দাবির জন্য সচেতন হই।
3,যেহেতু টেলিভিশনের মাধ্যমে অনুষ্ঠান ,বিনোদন। সাংকৃতিক অনুষ্ঠান ইত্যাদি প্রচার করা হয়। তাই এগুলোর মাধ্যমে আমরা আমাদের সার্বিক সাংস্কৃতিক বিষয় সম্পর্কে জানতে পারি। ফলে অধিক সাংস্কৃতি মনা করে তোলে আমাদের জীবন।
4,টেলিভিশন হচ্ছে পাবলিক শিক্ষক। এটির মাধ্যমে জনসচেতনতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেকোন বিষয়ে অপ্রস্তুত বসে না থেকে সার্বিক ব্যবস্থাপনার গড়ে তুলতে সচেষ্ট হই। তাই এটি আমাদের আরও দায়িত্বশীল হতে শিখিয়েছে।