ভিক্ষুককে ভিক্ষা দাও। এটি একটি ইচ্ছাসুচক বাক্য। ইচ্ছা, অনুজ্ঞা, অনুরোধ, প্রার্থনা, ইত্যাদি প্রকাশ পেলে তা ইচ্ছাসুচক বাক্য হয়।
মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করেনা।
এটি একটি নেতিবাচক বিবৃতিমূলক বাক্য।
যে বাক্যে কোন কিছুর বর্ণনা প্রকাশ পায় তাকে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য বলে। এবং এই বর্ণনায় না বোধক বিষয় থাকলে নেতিবাচক আর হ্যা বোধক বিষয় থাকলে অস্তিবাচক দুই ভাগে বিভক্ত করা হয়।