এত সাম্প্রতিক, যে সমস্যা সবে মাত্র শুরু হয়েছে। যেটা সম্পর্কে তেমন কোন তথ্য আমাদের তো দুরের কথা বিজ্ঞানীদের পর্যন্ত তেমন জানা নাই। সেটি ক্লাস এইটের মত নিম্ন পর্যায়ে এবং এই বছরের জন্য গুরুত্বপূর্ন নয়। কারন একটি প্যারাগ্রাফ লিখতে প্রমানিত তথ্য দরকার। তাছাড়া এই করোনা সংকটে ক্লাস নেয়া যাচ্ছেনা বলে ছাত্র ছাত্রীদের এগুলো সম্পর্কে বিস্তারিত শেখানোও সম্ভব নয় বলে ধরা যায় যে, এ বছর এটি পরীক্ষায় আসবেনা। তবে এইচ এসসি বা ইন্টার পড়ুয়াদে আসতে পারে। কারন তারা মুখস্ত ব্যতীত নিজেরা অল্প হলেও কিছু ইংলিশ লিখতে সাক্ষম যা ক্লাস এইটের ছাত্র ছাত্রীদের সম্ভব হয়না। তবুও কিছু শীক্ষক আছেন যারা অতি উৎসাহী। তাহারা ছাত্র ছাত্রীদের বাস্তব অনুভূতি সামর্থ না বুঝে নিজেদের চিন্তা চাপিয়ে দেয়। এমন শীক্ষকের দায়িত্ব পড়লে করোনা প্যারাগ্রাফ পরীক্ষায় আসতেই পারে। তবে তার সম্ভাব্যতা অনেক কম। তাই যদি সম্ভব হয় তাহলে শিখে রাখুন।
তাছাড়া শিখে রাখলে লাভ বৈকি, ক্ষতি নাই। যেহেতু আপনি অনলাইন ব্যবহার করেন তাই জানা থাকলে আপনি নিজেই অনলাইনে অন্যকে শিখিয়ে সাহায্য করতে পারেন।