বাংলা ব্লগ করা আসলেই অনেক কঠিন। এখানে শখ করে ব্লগিং করা খুবই সহজ এবং যেতে চেষ্টা করে শুধু মাত্র টিপস ও ট্রিক্স খুজতে যা দিয়া শয়তানি করা যায়। ইদানিং অবশ্য কিছু ছেলে মেয়ে আসতে আসতে নিজেদের পাল্টাচ্ছে। তারা প্রযুক্তির দিকে এগুচ্ছে। তাই প্রযুক্তি ব্লগ গুলো কিছুটা তাদের পছন্ড তবুও এ হার খুব বেশি নয়। যেমন ধরুন বিদেশে প্রচুর মানুষ শূধু মাত্র অনলাইনে বই পড়তে সময় কাটায়। আমাদের দেশে সাহিত্যের সাইট গুলো ট্রাফিক পায়না বললেই চলে।
তাই ব্লগিং করার জন্য নীচ আসলে বাংলাদেশের জন্য খুবই কঠিন।
এখানে আপনি টিপস এন্ড ট্রিক্স বা প্রযুক্তি ব্লগ। অথবা বিনোদনের ব্লগ করতে পারেন। তবে সবচেয়ে ভাল হবে টাকা ইনকামের আশায় না করে নিজের ভাল লাগাকে প্রাধান্য দিয়ে ব্লগ করা। এতে প্রথম দিকে ট্রাফিক পেতে সমস্যা হলেও ইউনিক ব্লগ হওয়ার কারনে সার্চ ইঞ্জিন প্রাধান্য দেবে ফলে অধিক মানুষের সার্চে গেলে মানুষ আসতে আসতে ইন্টারেস্টেড হয়ে তথ্যের জন্য আসা শূরু করবে। তাই কম্পিউটার বিষয়ক, ওয়েব প্রোগ্রামিং বিষয়ক। শিশুদের বিভিন্ন প্রয়োজনের ও লালন পালন করার কৌশোল ইত্যাদি নীচ নিয়া ব্লগ করতে পারেন। আপনি প্রশ্নঊত্তর সাইটও করতে পারেন কিন্তু ইদানিং বহু হয়েছে। আর এটি নিয়া অনেকেই পান্ডীত্য দেখিয়ে ঝগড়া বাধায়। ট্রাফিক হয় কম। এ কারনে প্রযুক্তি শিক্ষন মূলক নীচ সবচেয়ে ভাল হবে বলেই মনে করি।