১৯৫২ সালঃ-
১। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন।
২। ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। গুলিতে নিহত হন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলেরফিক, সালাম, এম. এ. ক্লাসের ছাত্র বরকত ও আব্দুল জব্বার সহ আরও অনেকে।
৩। ২২ ও ২৩ ফেব্রুয়ারি ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং সভা-শোভাযাত্রাসহকারে ১৪৪ ধারা ভঙ্গ করে।
৪। প্রতিবাদে মুসলিম লীগ সংসদীয় দল থেকে সেদিনই পদত্যাগ করেন।
৫। মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে রাতারাতি ছাত্রদের দ্বারা গড়ে ওঠে শহীদ মিনার, যা ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা।
১৯৫৪ সালঃ-
১। যুক্তফ্রন্ট গঠিত হয়।
২। সাধারন নির্বাচনে যুক্তফ্রন্টের জয়।
৩। পূর্ববোঙ্গকে পূর্ণ স্বায়ত্বশাসন দেয়া হয়।
৪। বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি।
১৯৫৮ সালঃ-
১। কৃষি জমিতে দাবি স্থায়ীভাবে নিষ্পত্তির জন্য সংসদে একটি আইন পাস হয়েছিল।
২। আবুল কাশেম ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর পদ থেকে বরখাস্ত হন।
৩। আতাউর রহমান খান পূর্ব পাকিস্তানের সিএম নিযুক্ত হন
৪। মে ৭ - জোসেফ কর্ডেরিও করাচির প্রথম পাকিস্তানি আর্চবিশপ নিযুক্ত হন।
৫। ৫ সেপ্টেম্বর - প্রেস কমিশন নিয়োগ।
১৯৬৬ সালঃ
১। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
২। স্বায়ত্বশাসনের জন্য দাবি উথাপন করা হয়।
১৯৬৯ সালঃ
১। ঊনসত্তরের গণঅভ্যুত্থান শুরু হয় ।
২। স্থানীয় নেত্রত্বের উদ্ভব হয়
১৯৭১ সালঃ ১। বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হয় ২৬ শে মার্চ। ২। বঙ্গবন্ধু গ্রেফতার হোন।
৩। অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয়। ৪। মুক্তিযুদ্ধ শুরু হয়। ৫। বাংলাদেশ মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয় অর্জন করে ১৬ই ডিসেম্বর।
(সংকলিত)
[ আপডেট করে দেওয়া হবে ]