বস্তুর মোট পরিমানকে তার ভর বলা হয়। অর্থাৎ কোন বস্তুর মধ্যে উক্ত বস্তুর মোট কি পরিমান অনু পরমানু রয়েছে তার মানকেই ভর বলা হয়। ভর একটি ধ্রুব রাশি কারন স্থান পরিবর্তন করলে বস্তুর পরিমানের কোন পরিবর্তন হয়না । ধরি এক কেজি বস্তু মানে বস্তুর ভেতর ধরি ১০০০ পরমানু রয়েছে। এখন একে চাদে নিয়া গেলেও এই ১০০০ পরমানু অটুট থাকবে। তাই থিউরি অনুযায়ী ১০০০ এর যে আদর্শ পরিমান তাও একই থাকবে। তাই ভরকে ধ্রুব বলা হয়।