আপনার প্রশ্নটি বোঝা একটু মুশকিল। এক্সক্টলি কি বলতে চেয়েছেন জানিনা। তবে যেটুকু বুঝতে পারছি সেভাবে উত্তর দিচ্ছি। দেখুন ঠিক আছে কিনা।
যেহেতু পৃথিবীর পৃষ্ঠের যেকোন জায়গা থেকে ভেতরে লাফ দিলে অবশ্যই তা কেন্দ্র বরাবর যাবে। কিন্তু আপনার শর্ত মতে কেন্দ্র বরাবর ভাগ না করে, এক পাশে ভাগ করে লাফ দিলে ব্যক্তি নিচে পড়তে থাকবে কিন্তু তা অবশ্যই কেন্দ্র বরাবর।
এ জন্য পৃষ্টজ থেকে কেন্দ্র পর্যন্ত পড়ন্ত গতিপথ হবে প্যারাবোলা আকৃতি
চিত্রে পিংক কালার দিয়া দেখানো ও বোঝানো হল।